নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা (৫৩) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷
তিনি জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ও গভর্নর মো. নুরুল হক মিয়ার পুত্র৷ আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেগমগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে দুপুর ২টার দিকে কুমিল্লায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
তাঁর মৃত্যুতে বেগমগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে স্ত্রী সাবেক বেগমগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ বেগম ও দুই পুত্র সন্তান সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল সহ বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।