সাতক্ষীরার শ্যামনগরে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মহসিন-উল-মুলক, শ্রীফলকাটির কুদ্দুস গাজী, মুন্সিগঞ্জের জি এম মহিউদ্দীন ও ফজর গাজী। তারা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১৯৭২ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
২০০৯ সালের ২৬ এপ্রিল তাকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন নিহত সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে চন্দনা রানী মণ্ডল।
এ মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তার চার আসামিকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।