Trump did not encourage Trump to buy Twitter, claims Musk

গত মাসে মাস্কের কাছে টুইটার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। চুক্তি অনুযায়ী ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার বিক্রির সিদ্ধান্ত হয়।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটার কেনার উদ্দেশ্য সম্পর্কে মাস্ক বলেন, তিনি টুইটারকে আইডিয়া বিনিময়ের মুক্ত মঞ্চ বানাতে চান। টুইটার কেনার জন্য এই চিন্তাই তাঁকে প্রাথমিকভাবে প্রভাবিত করেছে।

আগে মাস্ক বহুবার বলেন, তিনি টুইটারকে সেন্সরশিপ মুক্ত করে বাক্‌স্বাধীনতার চর্চা করতে দিতে চান।

চুক্তি করার পর মাস্ক ঘোষণা দেন, টুইটারে নতুন নতুন ফিচার যুক্ত করা হবে, যাতে ব্যবহারকারীরা আরও বেশি এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আগ্রহী হয়ে ওঠেন।

টুইটারের বাণিজ্যিক ব্যবহারকারীদের ওপর মাশুল আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছেন মাস্ক।

মাস্কের টুইটার কেনার চুক্তির পরিপ্রেক্ষিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তাঁর অ্যাকাউন্ট পুনর্বহাল করা হলেও তিনি আর এই প্ল্যাটফর্মে ফিরবেন না।

ট্রাম্প বলেন, ‘আমি টুইটারে ফিরছি না। আমি ট্রুথে থাকব।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি আশা করি, ইলন টুইটার কিনছেন, কারণ, তিনি মাধ্যমটির উন্নতি করবেন। তিনি একজন ভালো মানুষ। তবে আমি ট্রুথে থাকব।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের উসকানিতে তাঁর উগ্র সমর্থকেরা যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) রক্তক্ষয়ী হামলা চালান। এ হামলার পর ট্রাম্পকে টুইটারে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।