রাশিয়াকে মার্কিন হুমকি: ইউক্রেন আক্রমণ করলে গ্যাস লাইন বন্ধ

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পশ্চিম ইউরোপে রাশিয়ার গ্যাস পাঠানোর একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

নর্ড স্ট্রিম টু নামে পাইপলাইনটি রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত যাবে। বৃহস্পতিবার বার্লিনে সরকারি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া হামলা করলে প্রকল্পটি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

পশ্চিমা মিত্ররা ইতিমধ্যেই বলেছিল রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তারা দেশটির অর্থনীতিকে লক্ষ্যবস্তু করবে।

 

পাইপলাইন নিয়ে সর্বশেষ মন্তব্য তাদের অবস্থান আরো কঠোর করার ইঙ্গিত দেয়।

 

রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা করার কথা অস্বীকার করেছে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের সীমান্তে লাখখানেক রুশ সৈন্য সমবেত করায় উত্তেজনা ও হামলার আশঙ্কা বেড়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস যুক্তরাষ্ট্রের এনপিআর রেডিওকে বলেছেন, ‘আমি খুব স্পষ্ট বলতে চাই, যদি রাশিয়া কোনভাবে ইউক্রেন আক্রমণ করে তাহলে আর নর্ড স্ট্রিম টু প্রকল্প এগোবে না। ’

তবে নেড প্রাইস বলেন, ‘কীভাবে প্রকল্পটি বন্ধ করা হবে সে সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কিছু বলবেন না। ‘ যুক্তরাষ্ট্রের প্রকল্পটি আসলেই বাতিল করার ক্ষমতা থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মার্কিন মুখপাত্র প্রাইস বলেন, ‘এটি যাতে এগিয়ে না যায় তা নিশ্চিত করতে আমরা জার্মানির সঙ্গে কাজ করব। ’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনকে ন্যাটো জোটে না নেওয়ার জন্য রাশিয়ার দাবি মানা হবে না এ কথা বলার পরে পাইপলাইনের এ খবর এলো। গত সপ্তাহে রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এটিসহ কয়েকটি দাবি  লিখিতভাবে জানিয়েছিল মস্কো।
যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, দেশটি তার (রাশিয়ার)  নিরাপত্তাগত উদ্বেগ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। তবে তারা আলোচনার দ্বার খোলা রাখবে।

রাশিয়া চায় না ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী পশ্চিমা নেতৃত্বাধীন সামরিক জোটটির অস্ত্রসরঞ্জাম বা সেনা তার ঘাড়ের কাছে এসে পড়ুক।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো নেতৃত্ব বলেছে, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপ এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে উত্তপ্ত অবস্থায় রয়েছে।

সূত্র: বিবিসি

image_pdfimage_print