রংপুরে ঘুষের মামলায় পাঁচ প্রকৌশলীর বিচার শুরু

রংপুরে ঘুষ দাবির অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রবিবার দুপুরে রংপুরের জ্যেষ্ঠ জেলা জজ (বিশেষ আদালত) আদালতের বিচারক রেজাউল ইসলাম এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো। 

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার রবিউল আলম বুলবুল বাদী হয়ে ঘুষ চাওয়ার অভিযোগে রংপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতে (দুদক) এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন এবং সিনিয়র সহকারী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারম্যান কাওছার আলমকে আসামি করে ২০১৯ সালের ৭ মে মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর হোসেন ২০২০ সালের ৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মামলার দুই আসামি ছাড়াও তিন প্রকৌশলীসহ মোট পাঁচ জনকে অভিযুক্ত করেন।

image_pdfimage_print