জলবায়ু ঝুঁকি মোকাবিলায় চাই টেকসই উন্নয়ন

‘প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য এখনই সময়’ প্রতিপাদ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী পরিবেশবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। শনিবার খুবিতে পরিবেশ বিজ্ঞান বিভাগ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এতে বক্তারা জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন খাতে টেকসই উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়নের প্রতি জোর দিয়েছেন। সম্মেলনের মিডিয়া পার্টনার দৈনিক সমকাল।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করেছে সরকার। ডেল্টা প্ল্যানের লক্ষ্য হলো পানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং পরিবেশগত স্থায়িত্ব বজায় রাখা। প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট ঝুঁকিগুলোকে দক্ষতার সঙ্গে প্রশমিত এবং জলবায়ু পরিবর্তন ও বেঙ্গল ডেল্টার জন্য নির্দিষ্ট অন্যান্য চ্যালেঞ্জের প্রতি স্থিতিস্থাপকতা বৃদ্ধি করাও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।’
সম্মেলনে প্লেনারি স্পিকার হিসেবে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস অব নেচার বেজড সল্যুশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা নিবন্ধের ওপর আলোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন আগামী প্রজন্মের জন্য বড় সমস্যা। এ জন্য আমাদের খাদ্যনিরাপত্তা অর্জন, ঝড়-ঝঞ্ঝা, লবণাক্ততা, খরাসহিষ্ণু ও অল্প সময়ে ফলনশীল ফসল উৎপাদন জরুরি।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। প্যাট্রন হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন ওই বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবর রহমান। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক রাবেয়া সুলতানা। সম্মেলনে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, আরব আমিরাত, পোল্যান্ড, ইতালি ও জার্মানি থেকে ২৪৫ জন বিশেষজ্ঞ ও বিজ্ঞানী সশরীরে এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।