চন্দ্রগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস (শাহী পরিবহন) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়৷ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কমলনগর উপজেলার পূর্ব চরমার্টিন গ্রামের আবু সাইদের ছেলে জামাল উদ্দিন (৪০), তিনি মতিরহাট বাজারের ফল ব্যবসায়ী এবং অপরজন সিএনজি চালক মো. আজিম (৩৮)। তিনি চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের মৃত নাছির আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর-নোয়াখালী মুখি শাহী পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৪৪৪৯) নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা (নোয়াখালী থ-১২-০৫০৯) কে চাপা দেয়। এতে অটোরিকশাটি ধুমড়েমুছড়ে যায় এবং ওই বাহনে থাকা চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যায়।

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক ইমরান হোসেন মৃধা ও চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানিয়েছেন, ফলবোঝাই সিএনজি অটোরিকশার সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও একজন ফলবিক্রেতা নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।