হিরামনিকে ধর্ষণ-হত্যা : গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের দক্ষিণ হামছাদীতে স্কুলছাত্রী হিরামনিকে ধর্ষণের পর হত্যার ঘটনার তিনদিন পর সোমবার (১৫ জুন) দুপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অয়ন সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের বেচু মিয়ার পুত্র ও সুমন একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত একেএম আজিজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় পাশের বাড়ির যুবক সুমন ও মেয়ের প্রেমিক অয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

নিহত স্কুলছাত্রীর মা ফাতেমা বেগম ঘটনারদিন রাতে (শুক্রবার) অজ্ঞাতনামা আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩দিন পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ১২ জুন শুক্রবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামে নিজ বসতঘরে একা পেয়ে স্থানীয় পালেরহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী হিরামনিকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় লক্ষ্মীপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।