হাজীগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে তানিয়া আক্তার (১৯) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের রামপুর মজুমদার বাড়ি থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. হারুন। 

মৃত তানিয়া আক্তার মজুমদার বাড়ীর প্রবাসী মফিজুল ইসলামের ছোট মেয়ে। বছরখানেক আগে বাজনাখাল এলাকায় তার বিয়ে হয়। সেখান থেকে তালাকপ্রাপ্ত হয় ওই কিশোরী।

উপ-পরিদর্শক মো. হারুন বলেন, প্রবাসী সফিউল্ল্যার বসত ঘরের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মৃতদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। তার মৃতদেহের আলামত সংগ্রহ করা হয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসী সফিউল্ল্যার স্ত্রী সালমা আক্তার জানান, কয়েকদিন ধরে তার ঘরে ঘুমাতো তানিয়া। শনিবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে তাদের ঘরে যায়। সেখান থেকে এসে ওই ঘরের একটি কক্ষে ঢুকে দরজা আটকিয়ে দেয়। হঠাৎ কক্ষের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তানিয়ার ঝুলন্ত লাশ দেখা যায়।

image_pdfimage_print