হঠাৎ ইউক্রেনের দখলকৃত শহরে পুতিন, সফর করলেন ক্রাইমিয়াও

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক ক্রাইমিয়া এবং দখলকৃত ইউক্রেনীয় শহর মারিওপোল সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৮ মার্চ) গণভোটের মাধ্যমে ক্রাইমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্তির নবম বর্ষপূর্তি উপলক্ষ্যেই তার এই সফর। খবর রয়টার্সের।

এদিন, ক্রাইমিয়ার স্থানীয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করেন পুতিন। পরিদর্শনে করেন আর্ট স্কুল এবং চিলড্রেন সেন্টার। ক্রাইমিয়ার আনুষ্ঠানিকতা দোনেৎস্কের আরেক শহর মারিওপোলে যান রুশ প্রেসিডেন্ট। হেলিকপ্টার যোগে সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি। সফর করে শহরের বেশ কিছু এলাকা।

যুদ্ধাপরাধের অভিযোগ এনে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই এ সফরে গেলেন পুতিন। ধারণা করা হচ্ছে, পশ্চিমাদের জবাব দিতেই এ সফরে গেছেন তিনি। অবশ্য আন্তর্জাতিক বিচার আদালতের এই গ্রেফতারি পরোয়ানাকে গুরুত্ব দেয় না রাশিয়া, এ কথা স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে। এমনকি এই গ্রেফতারি পরোয়ানাকে টয়লেট পেপারের সাথে তুলনা করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।