বিপিএলে ব্যাট-বলে ভালো ফর্মে ছিলেন সাকিব আল হাসান। তিনে-চারে ও পাঁচে ব্যাট করে রান পেয়েছেন তিনি। কিন্তু কোয়ালিফায়ারে যাওয়ার ম্যাচে ব্যাটে নামেননি সাকিব। মিরাজ এবং ফ্লেচার কিংবা মিরাজ-মাহমুদুল্লাহ জুটির পর কেন বাঁ-হাতি ব্যাটার ক্রিজে আসেননি সেটা একটা বড় প্রশ্ন।
ভক্তদের মনে ওই প্রশ্ন জাগা স্বাভাবিক। কিন্তু সাকিবকে একপ্রকার ‘হারের দায়’ দিয়ে ওই প্রশ্ন তুলেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। দলটির নিজস্ব ফেসবুক পেজে প্রশ্ন তোলা হয়েছে, নিজে ব্যাটিংয়ে না নেমে বিপিএলে নতুন যোগ দেওয়া রাজাপাকশেকে কেন ব্যাটিংয়ে নামানো হলো!
ওই পোস্ট অবশ্য পরেই মুছে ফেলা হয়েছে। যে পোস্টে লেখা হয়েছে, ‘সাকিব আল হাসানকে একটি প্রশ্ন।
১৫.১ ওভার এবং বরিশালের রান ১২৬/৩। নাজমুল আবেদিন (কোচ) বলেছেন যে, ওটা অধিনায়কের কল (কে নামবেন), আপনি ভালো ছন্দে ছিলেন এবং বিপিএলের একজন অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু আপনি ব্যাটে না নেমে নতুন দলে যোগ দেওয়া রাজাপাকশেকে ব্যাটে পাঠিয়েছেন, যিনি আগে কখনও বিপিএল খেলেননি। আপনি ডোয়াইন প্রিটোরিয়াসকেও ব্যাটে পাঠাননি, যিনি আগের ম্যাচটা বাঁচিয়েছেন। দলের বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু হারের কারণ হচ্ছে আপনার অকার্যকর ব্যাটিং অর্ডারে পরিবর্তন। সাকিবের কাছে একটি প্রশ্ন- আপনি কি এই হারের দায় এড়াতে পারেন?’
পরে পোস্টটি অনাকাঙ্খিত জানিয়ে বরিশাল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, দলের অফিশিয়াল ফেসবুক পেজে একজন এডমিন অধিনায়ক সাকিবকে নিয়ে অনাকাঙ্খিত পোস্ট দিয়েছিল, যেটা হতাশাজনক। পোস্টটি ডিলিট করে এডমিনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কারণ দর্শাতে বলা হয়েছে।
এরপর অফিসিয়াল ফেসবুক পেজে আরেকটি পোস্ট দিয়ে বরিশাল কর্তৃপক্ষ লিখেছে, ‘যাই ঘটুক আপনি আমাদের কিং ছিলেন এবং আছেন। আপনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দিয়ে যাবেন। শতশত সমালোচনা হবে। কিন্তু আমাদের গল্পে আপনিই সেরা। আশা করছি ভক্তদের সামনে আপনি আরও ভালো মুহূর্ত উপহার দেবেন।’