‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’- এমন ভাবনা নিয়ে তৈরি হচ্ছে সাইবার থ্রিলার ধাঁচের চলচ্চিত্র ‘অন্তর্জাল’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এটি পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। এতে যুক্ত হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তাকে দেখা যাবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে।
ছবিটিতে অভিনয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের কার্যালয়ে সোমবার (২১ জুন) সন্ধ্যায় বিদ্যা সিনহা মিম চুক্তিস্বাক্ষর করেছেন। এ সময় ছিলেন ‘অন্তর্জাল’-এর প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু।
নির্মাতা দীপংকর দীপন জানিয়েছেন, দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে গঠিত কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলোতে তথ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া প্রযুক্তির দুনিয়ায় নারীদের অংশগ্রহণের হার খুবই কম। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নারীদের প্রযুক্তিক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে। প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের অংশগ্রহণে অনুপ্রেরণা তৈরিতে ছবিটিতে যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম।
বিদ্যা সিনহা মিমের কথায়, ‘কোনো দেশ সাইবার আক্রমণের মুখে পড়লে ত্রাতা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী এগিয়ে আসে। নতুন ছবিটিতে আমি দেশকে রক্ষার যুদ্ধে নামবো সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে। বাংলাদেশের অনেক কম মানুষই সার্ট বিষয়ে জানেন। আমার চরিত্রের মাধ্যমে সার্ট বিষয়ে দেশের মানুষকে জানাতে এবং সাইবার সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবো বলে যুক্ত হয়েছি। আমি অনেক কাজ করেছি, তবে এ ধরনের চরিত্রে এবারই প্রথম পর্দায় হাজির হবো। সত্যি বলতে এমন গল্প ও চরিত্র দেশীয় চলচ্চিত্রে আগে হয়নি। আমি এই ছবিতে কাজের সুযোগ পেয়ে আনন্দিত।’