লিভারপুলের শেয়ার কিনছেন মুকেশ আম্বানি

বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এফসি তাদের শেয়ার বিক্রি করতে যাচ্ছে।

গত সপ্তাহে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফএসজি বিষয়টি নিশ্চিত করলে অনেকেই শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন বিশ্বে অষ্টম ধনী ভারতের মুকেশ আম্বানিও।

এ খবর নিশ্চিত করেছে ইংলিশ মিডিয়া দ্যা মিরর।

ক্লাবটির বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। যারা ২০১০ সালে প্রায় ৩শ’ কোটি পাউন্ডে ক্লাবটি কিনেছিলো।

এফএসজি ক্লাবে নিজেদের ভার কমাতে চায়, এছাড়া বাইরে থেকে বড় বিনিয়োগ চায় প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতে তারা ক্লাবের স্বার্থেই শেয়ার বিক্রি করতে চান বলে জানান ইংলিশ গণমাধ্যমকে।

মিরর জানায়, আম্বানি এফএসজির অফারটি পর্যবেক্ষণ করছেন। তিনি একটি প্রস্তাব পাঠাতে পারেন অল রেডদের। যদিও এজন্য তাকে লড়াই করতে হবে মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য পক্ষের আগ্রহীদের বিপক্ষে।

এফএসজি ৪ বিলিয়ন পাউন্ডে ক্লাবটির শেয়ার বিক্রি করতে ইচ্ছুক। এখন দেখার বিষয় আম্বানি, যিনি একজন ক্রীড়া অনুরাগী তিনি এই সুযোগ ছেড়ে দেন কিনা।

আম্বানি আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক। একই সাথে ভারতের ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, ফেনওয়ে স্পোর্টস গ্রুপ শেয়ারের ক্রেতা খোঁজার দায়িত্ব দিয়েছেন গোল্ডম্যান স্যাকস ও মরগান স্ট্যানলি নামের দুটি কোম্পানিকে।

image_pdfimage_print