লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা ইউনিট -এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ভোট গ্রহনের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি নির্বাচিত হন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আহাম্মদ ফেরদাউস মানিক।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন সদর থানা (পশ্চিম) বিএনপি যুগ্ম আহ্বাক মো. জহিরুল আলম। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. শওকত আলী চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন জেলা বিএনপির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক মো. সোহেল মাহমুদ।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসিম। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী আজগর হোসেন মাহমুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফখরুল আলম নাহিদ।