নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় মো. সুমন (৩২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মান্দারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান মান্দারী বাজার ব্রিজের ওপর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসে। এ সময় স্ট্যান্ডে সুমন তার সিএনজি অটোরিকশা পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। ব্রিজ থেকে নেমে আসা কাভার্ডভ্যানটি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানান, নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সিএনজি এবং কাভার্ড ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হবে।