রুশ নৌবহরে হামলায় সহযোগিতা করেছে কানাডা: মস্কো

রুশ নৌবহরে হামলা চালানো ড্রোনে কানাডার যন্ত্রাংশ থাকার দাবি করেছে রাশিয়া। মস্কো বলছে, এসব ড্রোনে ব্যবহার করা হয়েছে কানাডিয়ান নেভিগেশন সিস্টেম। খবর রয়টার্সের।

ক্রেমলিনের দাবি, গত শনিবার (২৯ অক্টোবর) কৃষ্ণসাগরে রুশ নৌ-বহরের ওপর হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। অন্তত ১৬টি ড্রোন দিয়ে সেভাস্তোপোল বন্দরে মোতায়েন করা রুশ বহরে হামলা চালানো হয়। তবে সব ড্রোন গুলি করে ধ্বংস করে রাশিয়া।

বিধ্বস্ত এসব ড্রোন পরীক্ষার পর রুশ কর্তৃপক্ষ সেগুলোতে কানাডায় নির্মিত যন্ত্রাংশ খুঁজে পায় বলে জানিয়েছে। এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে মস্কো। সেভাস্তোপোল বন্দর থেকে খাদ্যশস্য রফতানির নিরাপত্তা নিশ্চিত করতে নৌবহরটি মোতায়েন করা হয়েছিল বলে জানায় রাশিয়া।

image_pdfimage_print