রাজধানীতে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে দলটির ২০ থেকে ২৫ জন নেতা কর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের সময় ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে ঢাকা মহানগর ছাত্রদলের আয়োজিত তাৎক্ষণিক ঝটিকা মিছিল বের করতে সংগঠনটির নেতা কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এসময় পুলিশ মিছিল বের করতে বাধা দেন।

No description available.

পরে পুলিশের বাধা অপেক্ষা করে নেতা কর্মীরা মিছিল বের করলে লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ করে দেয় পুলিশ।