বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়ে এরইমধ্যে মুদ্রার দুই পিঠই দেখে ফেলেছেন পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। এবার তিনি জানালেন স্বপ্নের কথা। সাবেক বার্সেলোনা ও আর্জেন্টাইন যাদুকর লিওনেল মেসির সাথে খেলতে পারাটা তার জন্য স্বপ্নের মতো। লেভানদোভস্কি মনে করেন, লিওনেল মেসির মতো মহাতারকার সতীর্থ খেলোয়াড় হওয়া সৌভাগ্যের।
চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার হয়ে লেভানদোভস্কি গোল করেছেন ১৩টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪ গোল। লা লিগায় সর্বোচ্চ গোলদাতার শীর্ষেও রয়েছেন এই পোলিশ স্ট্রাইকার। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে লেভা জানান তার স্বপ্নের কথা। লেভানদোভস্কি বলেন, মেসির মতো মহাতারকার সাথে খেলতে পারা আমার জন্য স্বপ্নের মতো। তার সাথে খেলার জন্য মুখিয়ে আছি। আশা করি আগামী মৌসুমে তার প্রিয় ক্লাব বার্সেলোনায় যোগ দেবেন এবং আমার স্বপ্ন পূরণ হবে। তার ফুটবল যাদু আমাকে সবসময়ই মুগ্ধ করে।
শৈশবেই বাড়ি ছেড়ে বার্সায় পাড়ি জমিয়ে জীবনের ২১টি বছর কাতালানদের হয়ে সম্ভাব্য সবকিছুই জেতা লিওনেল মেসি দুই বছর আগে পাড়ি জমান ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে। গ্রীষ্মের দলবদলে মেসির বার্সেলোনায় যোগ দেয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এটা নিশ্চিত করেছেন বার্সেলোনা ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা। শেষ অবধি মেসির সতীর্থ হয়ে খেলার স্বপ্ন পূরণ হবে নাকি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে লেভানদোভস্কির, সেটা জানতে এখনও ঢের অপেক্ষাই হয়তো বাকি।