পবিত্র রমজান মাস শুরু হয়েছে। বিশ্বব্যাপী রোজা পালন করছেন মুসলিমরা। খেলোয়াড়েরাও ব্যতিক্রম নন। মুসলিম খেলোয়াড়দের অনেকেই রোজা রেখে মাঠে নেমে থাকেন। এমন দৃশ্যই দেখা গেল মঙ্গলবার তুরস্কের দ্বিতীয় বিভাগ ফুটবলে। খেলা চলছিল মাঠে।স্থানিয় সময় সন্ধ্যায় মাগরিবের আজান পড়তেই খেলা থামিয়ে ইফতার সেরে নেন আঙ্কারা কেচিওরেনগুজুর খেলোয়াড়েরা।
বিইন স্পোর্টস ইফতারের সেই দৃশ্যের ভিডিও ক্লিপ টুইট করার পর তা সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জিরেসুনস্পোরের কাছে ম্যাচটা ২-১ গোলে হারে আঙ্কারা কেচিওরেনগুজুর। ভিডিওতে দেখা যায়, মাঠের এক কোণে হাঁটু গেড়ে বসে কলা ও খেজুর খেয়ে ইফতার সেরে নিচ্ছিলেন কেচিওরেনগুজুরের চার খেলোয়াড়। ক্লাবটির গোলরক্ষক মেতিন উচারকে এ সময় পানি পান করে ইফতার সেরে নিতে দেখা যায়।