ভেনিজুয়েলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করবে আইসিসি

ভেনিজুয়েলায় মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে কি না, সে ব্যাপারে তদন্ত করবেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭ সালের সরকারবিরোধী আন্দোলনে দমন-পীড়নকালে এ ধরনের ঘটনার ব্যাপারটি খতিয়ে দেখা হবে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আইসিসির তদন্তের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছেন। তবে তার দেশ এ তদন্তের অংশ হবে না বলে মন্তব্য করেছেন নিকোলাস মাদুরো।

প্রসঙ্গত, ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্ট বিলুপ্ত করার ঘোষণা দিলে দেশটিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। ২০১৭ সালের ওই সরকারবিরোধী আন্দোলন দমনকালে শতাধিক মানুষ নিহত হয়।

ভেনিজুয়েলার সরকার ও বিরোধী দল এসব হত্যার দায় পরস্পরের ওপর চাপিয়ে এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতকে তদন্তের আহ্বান জানায়। এসবের পরিপ্রেক্ষিতে আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে তিন দিনের সফর শেষে তদন্তের সিদ্ধান্তের কথা জানান।

আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করা হুয়ান গুয়াইদো।
সূত্র: বিবিসি।

image_pdfimage_print