ভুয়া খবরের উপস্থাপককে বাঁচাল যোগীর পুলিশ

কংগ্রেসশাসিত ছত্তিশগড় রাজ্যের পুলিশের হাতে এক টিভি উপস্থাপকের গ্রেপ্তার আটকাতে উদ্যোগী হতে দেখা গেল বিজেপিশাসিত উত্তর প্রদেশের রাজ্যের পুলিশকে। এ ঘটনাকে কেন্দ্র করে উঠল রাজ্য পুলিশের এখতিয়ার–সংক্রান্ত সাংবিধানিক প্রশ্ন।

দিন কয়েক আগে কেরালায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্বাচনী কেন্দ্র ওয়েনাডে এক দলীয় অফিসে ভাঙচুর চালিয়েছিলেন কিছু যুবক। সেই ঘটনার পর রাহুল বলেছিলেন, ‘কিছু বাচ্চা ছেলে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে ওই কাজ করেছে। ওদের ক্ষমা করা উচিত।’ রাহুল ওই প্রতিক্রিয়া উদয়পুরে দরজি হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে দিয়েছেন বলে বেসরকারি হিন্দি টিভি জি নিউজ সম্প্রচার করে। খবরটি এমনভাবে সম্প্রচার করা হয়, যাতে মনে হয় উদয়পুরের দরজি কানহাইয়া লালের হত্যাকারীদের পক্ষে রাহুল ওই কথা বলছেন। মহানবী (সা.)–এর বিরুদ্ধে নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের সমর্থনে ওই দরজি সামাজিক মাধ্যমে পোস্ট করায় তাঁকে হত্যা করেন দুই ব্যক্তি। ভুয়া খবরের বিষয়টি জানাজানি হওয়ায় কংগ্রেসশাসিত ছত্তিশগড় ও রাজস্থানে দুটি পৃথক মামলা করা হয়।

image_pdfimage_print