ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে ভারত। প্রথম দল হিসেবে এক হাজার ম্যাচ খেলার কৃতিত্ব এখন টিম ইন্ডিয়ার। রোববার আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেই রেকর্ডে নাম লেখায় রোহিত শর্মা শিবির।
ভারতের মাইলফলকের ম্যাচে আগে ব্যাট করতে নেমে নেমে ৪৩.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হয়েছে ১৭৬ রানে। ৭৯ রানে সাত উইকেট হারিয়েছিল ক্যারিবীয়রা। তবে শেষের দিকে জেসন হোল্ডার ও ফ্যাবিওয়েন অ্যালেনের ব্যাটে সম্মানজনক স্কোরে পৌছায় পোলার্ড শিবির। ৭১ বলে চারটি চারে সর্বোচ্চ ৫৭ রান করেন হোল্ডার। অ্যালেন করেন ২৯ রান। বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন যুবেন্দ্র চাহাল। ওয়াশিংটন সুন্দর তিনটি, প্রসিদ্ধ কৃষ্ণ দুটি ও মোহাম্মদ সিরাজ নেন এক উইকেট।
১৯৭৪ সালের ১৩ জুলাই লিডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে ভারত। ২০০২ সালে পূর্ণ হয় দলটির ৫০০ ওয়ানডে ম্যাচ। দুই দশক পর সেই ওয়ানডেতে হলো এক হাজার ম্যাচ। মাইলফলক স্পর্শ করার আগে ৯৯৯টি ওয়ানডেতে ভারতের জয় ৫১৮টি, হার ৪৩২টি, ৯টি টাই এবং ৪১টি ম্যাচ পরিত্যক্ত।