২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার কাফু বলেছেন, ব্রাজিল এখন আর শুধু নেইমারের ওপর নির্ভরশীল নয়। সম্প্রতি কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাফু বলেন, কাতার বিশ্বকাপে চমক দেখাবে ব্রাজিল।
শুক্রবার (৪ নভেম্বর) কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা পুলিশ আয়োজিত কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাফু এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে কাফু বলেন, চার বছর আগেও শুধু নেইমারের ওপরে ফোকাস করেছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশন। সেই ব্রাজিল এখন পুরোপুরি বদলে গেছে। নেইমার ছাড়াও আমাদের ব্রাজিল দলে রয়েছে ভিনিয়াস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকেতার মতো বিশ্বসেরা ফুটবলাররা। তাই ব্রাজিল দল এখন আর নেইমারের ওপর নির্ভরশীল নয়। কাফুর মতে, ভারসাম্যই এখন ব্রাজিল দলের বড় শক্তি।
প্রসঙ্গত, সাধারণত ফুটবল বিশ্বকাপ জুনে শুরু হলেও এবার নভেম্বরে হচ্ছে। তাই লিগের মাঝেই বিশ্বকাপ খেলতে যাওয়ায় অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবেন খেলোয়াড়রা।