আর মাত্র কয়েক দিন পরেই ইংল্যান্ডের সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুই দল ইতোমধ্যেই ইংল্যান্ড পৌছে গেছে। নিউজিল্যান্ড ব্যস্ত জো রুটদের বিরুদ্ধে সিরিজ খেলতে। অপরদিকে হোটেলে কোয়ারেন্টিনে সময় কাটাচ্ছেন কোহলিরা। বোলিংয়ে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও ভারতীয় দলে রয়েছে বাঘা বাঘা সব ব্যাটসম্যান। ফাইনালের তাঁদের ঝলক দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। কতটা সফল হবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেরা, সেটা সময়ই বলে দেবে। তার আগে টুর্নামেন্টে ভারতীয় ব্যাটসম্যানদের সেরা পাঁচ ইনিংসের তালিকা দেখে নেওয়া যাক_
বিরাট কোহলি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ম্যাচের এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। ২০১৯ সালের অক্টোবরে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে ৩৩৬ বলে ২৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ৩৩টি চার ও দুটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।
মায়াঙ্ক আগরওয়াল
তালিকার দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান দুটি দখল করে আছেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ২০১৯ সালের নভেম্বরে ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৩০ বলে ২৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। ২৮টি চার ও আটটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। এরপর ২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তম টেস্টে ৩৭১ বলে ২১৫ রান করেছিলেন আগারওয়াল। সেই ইনিংসে ২৩টি চার ও ৬টি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।
রোহিত শর্মা
তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানের দুটি ইনিংস দখলে রেখেছেন রোহিত শর্মা। ২০১৯ সালের অক্টোবরে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫৫ বলে ২১২ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। সেই ইনিংসে ২৮টি চার ও ৬টি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। এরপর একই মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তম টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ বলে ১৭৬ রান করেছিলেন রোহিত। সেই ইনিংসে ২৩টি চার ও ৬টি ছক্কা এসেছিল ভারতীয় ওপেনারের ব্যাট থেকে।
ইংল্যান্ডের মাটিতে আগেভাগে গিয়ে দুটো টেস্ট খেলে নিজেদের অনেকটাই মানিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। ফাইনালে কিছুটা বাড়তি সুবিধা পাবেন উইলিয়ামসনরা। তবে বর্তমানে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে টিম ইন্ডিয়া। শেষ কয়েক বছর ধরে লাল বলের ফর্ম্যাটে বিরাট কোহলি শিবির দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে তাতে কোন সন্দেহ নেই।