বিপিএলে ফিক্সিংয়ের কোনো অভিযোগ পায়নি বিসিবি

ফিক্সিং নিয়ে অতীতে অনেক কিছু হয়েছে বিপিএলে। দেশি-বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটার এর জন‍্য শাস্তিও পেয়েছেন। এবারের বিপিএলেও অভিযোগ উঠেছে মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি বোর্ডের কাছে। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আবুধাবি টি-টেন, বিসিএলে চার ফ্র‍্যাঞ্চাইজিকে নিয়ে কদিন আগে হওয়া লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট ইনডিপেনডেন্ট কাপ ও বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠে মোসাদ্দেকের বিরুদ্ধে।

তবে মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি বলে জানানো হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনালের পর সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান।

সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তদন্ত হওয়ার আগে কোনো অভিযোগ তো থাকতে হবে, কিংবা কিছু তো জানতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের কাছে এমন কোনো তথ‍্য নেই। আর এটা আমাদেরও দেখার ব‍্যাপার নয়।’

তিনি আরও বলেন, ‘এটা দেখার জন‍্য আমাদের দুর্নীতিবিরোধী ইউনিট ‘আকসু’ আছে, আইসিসিরও ‘আকসু’ আছে। কোথাও থেকে আমাদের কাছে কোনো কিছু আসেনি। কাজেই যে জিনিস আসেনি, সেই জিনিস নিয়ে…।’

এর আগে বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের জন্য ক্রিকেট থেকে আট বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।