রবিবার এক টুইট বার্তায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, সংকটাপন্ন করোনা রোগীর চিকিৎসায় রাজ্যে রেমডিসিভিরের চাহিদা বাড়ছে।
জরুরি ব্যবহারের জন্য বাংলাদেশের বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুমতি পেলে ৫০ হাজার রেমডিসিভির কিনতে চায় তারা। এরইমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গওদার কাছে অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে বলেও জানান হেমন্ত সোরেন।
রেমডিসিভিরের কার্যকারিতা নিয়ে বিতর্ক থাকলেও অনেক বিশেষজ্ঞের মতে, গুরুতর করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ওষুধ।
এর আগে, গত মাসে ভারতের কেন্দ্রিয় সরকার রেমডিসিভির আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। দেশটিতে সাতটি প্রতিষ্ঠান এই ওষুধ উৎপাদন করলেও, চাহিদা পূরণ করতে পারছে না।