বগুড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ হাছান আলী (৪৫) নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল বন্দর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হাছান আলী রংপুরের পীরগঞ্জের হরিনা গ্রামের প্রয়াত ছবি উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া উপ-পরিচালক রাজিউর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এই সময় বাসযাত্রী হাছান আলীর আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি মাদকদ্রব্য ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন।

হাছান আলীর সঙ্গে থাকা ব্যাগে ১০ হাজার ইয়াবা পাওয়া যায় – সমকাল
রাজিউর রহমান জানান, পরে হাছান আলীর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উপ-পরিচালক রাজিউর রহমান আরও বলেন, হাছান আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।