ফ্লয়েড হত্যায় সেই পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার দায়ে মিনিয়াপলিস শহরের বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আদালত।

শুক্রবার দেশটির আদালত এই রায় ঘোষণা করে। ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত সবগুলো অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়।

এই মামলার কৌঁসুলি আসামি ডেরেক চৌভিনের ৩০ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন। অন্যদিকে ডেরেক চৌভিনের আইনজীবী তার মক্কেলের মুক্তির দাবি করেছিলেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, ‘ফ্লয়েডের মৃত্যুতে সারাদেশের মানুষ কষ্ট পেয়েছিল। তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছিল। তার পরিবারের সদস্যরা এখনো কষ্ট পাচ্ছে।’

 

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রধান আসামি মিনিয়াপলিস শহরের বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়। পাশাপাশি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি।