ফেব্রুয়ারিতে শুরু ‘সব্যসাচী’ সিনেমার শুটিং

সিনেমা নির্মাণ শুরু হওয়ার পর প্রায় অর্ধ শতাব্দী পর্যন্ত সাদা-কালো সিনেমা তৈরি হয়েছে। আশির দশকে এসে বাংলাদেশে সাদা-কালো সিনেমার পাশাপাশি তৈরি হয় রঙিন সিনেমা। এভাবেই কালের গহ্বরে হারিয়ে যায় সাদা-কালো সিনেমা।

তবে এই সময়ে এসে সাদা-কালো সিনেমা নির্মাণের ঘোষনা দিয়েছেন প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন। তবে তাকে এবার শুধু প্রযোজকের ভূমিকাতেই নয়, পাওয়া যাবে পরিচালক হিসেবেও। সিনেমার নাম ‘সব্যসাচী’।

বাংলা টকিজের ব্যানারে ‘সব্যসাচী’র কাহিনী, চিত্রনাট্য সংলাপ রচনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। বুধবার নায়ক হিসেবে এতে চুক্তিবদ্ধ হয়েছেন আফফান মিতুল। গেলো সপ্তাহে নায়িকা নিঝুম রুবিনাকে চুক্তিবদ্ধ করা হয়।

আফফান মিতুল বলেন, সিনেমার গল্প অত্যন্ত শৈল্পিক। এই সিনেমায় আমার চরিত্রটি দেশের শীর্ষ নায়কের। সিনেমার ভেতরে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং, আর এই চরিত্র দিয়েই দর্শকের হৃদয়ে স্থান করে নিতে চাই।

পরিচালক ধীমন বড়ুয়া জানান, ফেব্রুয়ারিতে আমরা শুটিং শুরু করবো। প্রি-প্রডাকশনের কাজ চলছে। চিত্রনায়িকা নিঝুম রুবিনা ও চিত্রনায়ক আফফান মিতুলকে চুক্তিবদ্ধ করেছি। বাকিদের চুক্তিও দু’একদিনের মধ্যেই করে ফেলবো। ‘সব্যসাচী’ আমার প্রথম সিনেমা। ভালোবাসাও একটু বেশি। সাদা-কালো সিনেমা দিয়ে দর্শককে রূপালি সময়ে ফিরিয়ে নিয়ে যেতে চাই। পরে সংবাদ সম্মেলন করে সিনেমার বিস্তারিত জানাবো।