প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম তার ছোট ভাই প্রিন্স হ্যারির ওপর শারীরিক আক্রমণ করেছিলেন বলে অভিযোগ করেছেন হ্যারি। প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার আগে তার এই অভিযোগের কথা ছেপেছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে গার্ডিয়ান জানায়, প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে উইলিয়ামের সাথে এক বাকবিতণ্ডার কথা বলা হয়েছে বইয়ে।
এই বিতণ্ডার এক পর্যায়ে উইলিয়াম তার কলার ধরে তাকে মাটিতে ফেলে দিয়েছিলেন বলে বইয়ে লিখেছেন হ্যারি। এতে তার গলার একটি নেকলেস ছিঁড়ে যায় বলে দাবি করেছেন তিনি।
এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে প্রিন্স অব ওয়েলসের সরকারি বাসভবন কেনসিংটন প্যালেস।
প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার। তবে প্রকাশের আগে কড়া নিরাপত্তার মধ্যেই এর একটি কপি হাতে পাওয়ার কথা দাবি করেছে গার্ডিয়ান।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে লন্ডনে প্রিন্স হ্যারির বাসভবনে উইলিয়ামের কিছু মন্তব্যের পর দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির সূত্রপাত হয়।
প্রিন্স উইলিয়াম মেগানের সাথে হ্যারির বিয়ের সমালোচনা করেছিলেন বলে বইয়ে লিখেছেন হ্যারি। উইলিয়াম মেগানকে ‘বেয়াড়া’, ‘বেয়াদব’ ও ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ হ্যারির।
উইলিয়াম ‘সংবাদমাধ্যমের বক্তব্যকে তোতাপাখির মতো
পুনরাবৃত্তি করে যাচ্ছিলেন’ বলেও বইয়ে হ্যারি অভিযোগ করেছেন বলে দাবি করছে গার্ডিয়ান।
তবে এ ঘটনাকে ‘মারামারি’ বলতে নারাজ গার্ডিয়ান। কেননা বইয়ে হ্যারির ভাষ্য অনুযায়ী, উইলিয়াম তাকে পাল্টা আক্রমণ করার আমন্ত্রণ জানালেও তাতে সাড়া দেননি তিনি।
সাম্প্রতিক সময়ে রাজপরিবারের সাথে বিভিন্ন অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন রাজপরিবার ছাড়া প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এ নিয়ে নির্মিত নেটফ্লিক্স তথ্যচিত্র ‘হ্যারি এন্ড মেগান’-এ নানা বিষয় নিয়ে খোলাখুলি নিজেদের বক্তব্য জানিয়েছেন তারা।