পূর্বসূরীর শেষকৃত্যে অংশ নিয়ে ইতিহাস গড়লেন পোপ ফ্রান্সিস

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হলো সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টকে। তার শেষকৃত্যে অংশ নিয়ে ইতিহাসের প্রথম জীবিত পোপ হিসেব পূর্বসূরীর শেষকৃত্যে অংশ নেয়ার বিরল রেকর্ড গড়লেন বর্তমান পোপ ফ্রান্সিস। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ভ্যাটিকানের সেইন্ট পিটার্স স্কয়ারে শেষ বিদায় জানানো হলো সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টকে। তার শেষকৃত্যে আয়োজনে অংশ নেন, ইউরোপীয়ান বিভিন্ন রাজপরিবারের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন- কয়েক হাজার যাজক, পুরোহিত এবং ধর্মগুরু।

পোপ ফ্রান্সিসের নেতৃত্বে তাকে সমাহিত করা হবে সেইন্ট পিটার্স ব্যাসিলিকার গোরস্থানে। একই গম্বুজের নীচে শায়িত রয়েছেন কমপক্ষে ৯০ জন পোপ।

গত শনিবার ৯৫ বছরে বয়সে মৃত্যুবরণ করেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট। ৬০০ বছরের ইতিহাসে, তিনিই প্রথম পোপ যিনি তার জীবদ্দশায় পোপের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ২০১৩ সালে তার নেয়া এ সিদ্ধান্ত নাড়িয়ে দিয়েছিলো পুরো বিশ্বকে।

image_pdfimage_print