পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। পেশোয়ার জালমি তাকে দলে নিয়েছে।
সোমবার রাতে পেশোয়ার জালমি কর্তৃপক্ষ তাদের ফেরিফাইড ফেসবুকে পেজে এব স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাট হাতে সাকিবের ছবি দিয়ে লিখেছে, ইয়োলো স্ট্রমে ফিরেছেন সাকিব আল হাসান।
সোমবার থেকে পিএসএল শুরু হয়েছে। প্রথমদিন মাঠে নেমেছে লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান। মঙ্গলবার সাকিবের পেশোয়ার ও করাচি কিং মুখোমুখি হবে। সাকিব কবে পিএসএলের দলে যোগ দেবেন তা অবশ্য জানা যায়নি।
বিসিবির থেকে তিনি ছাড়পত্র নিয়েছেন কিনা, ছাড়পত্র পেলে তা কতদিনের জন্য পাচ্ছেন তাও জানা যায়নি। বাংলাদেশ আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে। টি-২০ অধিনায়ক সাকিবকে বিসিবি ছাড়পত্র দিলেও ওই সিরিজের আগে দেশে ফিরে আসার শর্ত দিতে পারে।
সাকিব আল হাসান মার্চে শুরু হওয়া আইপিএলেও দল পেয়েছেন। আইপিএলের সময় আছে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। ওই সিরিজে তিনি খেলবেন কিনা অথবা বিসিবি সাকিব, লিটন ও মুস্তাফিজকে ছাড়পত্র দেবে কিনা তাও নিশ্চিত নয়। এরই মধ্যে অবশ্য বিসিবি সভাপতি বলেছেন, জাতীয় দলের খেলার সময় ফ্র্যাঞ্জাইজি লিগের জন্য কাউকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা নেই তাদের।