সম্প্রতি এক লাইভে পরিচালক, প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিলের একটি বক্তব্য নিয়ে সমালোচনা হয়। অনন্ত আরেক পরিচালক অনন্য মামুনকে উদ্দেশ করে বলেন, ‘তাকে সামনে পেলে কান ধরে ওঠবস করাতাম।’ অনন্ত ও মামুন দুজনের ছবিই ঈদে মুক্তি পেয়েছে (দিন দ্য ডে ও সাইকো)। তবে সমালোচনা হলেও অনন্ত জানান, তিনি এ কথা বলেছেন অন্য কিছু ভেবে। ২০১২ সালে মু্ক্তি পাওয়া অনন্তর ‘দ্য স্পিড’ সিনেমার পরিচালক ছিলেন মামুন। সেই সময় অনেক স্নেহ করলেও অনেক পরে বুঝতে পারেন মামুনের উদ্দেশ্য অসৎ।
বিষয়টি ব্যাখ্যা করে অনন্ত জলিল বলেন, ‘তাকে শাসনের জায়গা থেকে কথাগুলো বলেছি। পরিচালক সোহানুর রহমান সোহান ভাই প্রথম তাকে আমার কাছে নিয়ে আসেন। মামুন আমাকে বলে, “ভাই আমি দেশে ও কলকাতাতে চিত্রনাট্য লিখি। আপনার একটি চিত্রনাট্য লিখতে পারলে ভালো হতো। আপনি তো ভালো বাজেটে সিনেমা করেন। আমার একটি চিত্রনাট্যে আপনি কাজ করলে ভালো হতো।” সে অনেক ছোট ছিল। আমাকে সাউথ ইন্ডিয়ান কিছু সিনেমার ট্রেলার দেখাল। তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া আমার দায়িত্ব।’অনন্ত জানান, এসব ‘দ্য স্পিড’ সিনেমার সময়ের ঘটনা। সিনেমাটির শুটিং হয় মালয়েশিয়া। মালয়েশিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমাটির শুটিং হয় মালয়েশিয়ায়। মামুন অনন্তর কাছে মালয়েশিয়া যাওয়ার আবদার করেন। অনন্ত তখন সিনেমার নির্মাতা সোহানের সঙ্গে কথা বলে তাঁকে মালয়েশিয়া নিয়ে যেতে রাজি হন। মামুন সিনেমাটি চিত্রনাট্য লেখার কারণে টিমে যাওয়ার সুযোগ পেয়ে যান। জলিল বলেন, ‘আমি যখন নিয়ে গেলাম দেখলাম ছেলেটি ট্যালেন্ট। আমি অ্যাকাউন্টের হিসাবপত্রের দায়িত্ব ওকে দিয়ে দিলাম। আমাদের সম্পর্কটা ক্লোজ হয়ে গেল। আমি যখন দেশে এলাম, তখন বলল, ‘অনন্ত ভাই, জীবনে আমার অনেক স্বপ্ন—নির্মাতা হতে চাই।’ তাকে বললাম, ডিরেক্টর অনেক বড় কাজ। তুমি তো নতুন। সে বলল, ‘নতুনদের কাইন্ডলি একটু সুযোগ দেন।’ দিলাম। হঠাৎ একদিন এসে বলল, ‘আমি তো ডিরেক্টর না (পরিচালক সমিতির সদস্য না)।’