নোয়াখালীর এসপিসহ পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন, তাঁর স্ত্রী, বড় ছেলে ও বাসার গৃহকর্মী এক সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এসপি নিজেই তাঁর ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান।

জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখারও এসপিসহ পরিবারের চারজন সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, গতকাল বুধবার এসপিসহ পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। আজ সকালে পাওয়া ফলাফলে চারজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এসপি মো. আলমগীর হোসেন ফেসবুকে লেখেন, ‘২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনা শনাক্তের পর থেকে নোয়াখালীতে পুলিশ সদস্যদের নিয়ে কাজ করে যাচ্ছি। এ সময় ব্যক্তিগত প্রয়োজনে শুধু দুই দিন ছুটি নিয়েছিলাম। কয়েকটি সরকারি প্রয়োজনে চট্টগ্রামে সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে এসেছি। বাকি সময়টাই নোয়াখালীতে সরেজমিনে উপস্থিত থেকে কোভিড মোকাবিলায় কাজ করেছি। সর্বাত্মক লকডাউনে এবার আর তা করা হলো না। করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। স্ত্রী, বড় ছেলে এবং গৃহপরিচারিকাসহ চারজন। কিছু লক্ষণ আছে, তবে আল্লাহর রহমতে ভালো।’

সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত এসপি ও তাঁর পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসাসেবার বিষয়টি তাঁর কার্যালয়ের তত্ত্বাবধানে রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে টেলিফোনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।