নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার পদিপাড়া বাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় চারশত ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুরের র্যাব-১১। বুধবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে র্যাব-১১ এ তথ্য নিশ্চিত করে।
আটকৃতরা হলেন, নোয়াখালী জেলার গোপালপুর ইউনিয়নের সাহাবুদ্দিন ফুক্কার ছেলে কামরুল হাসান তুষার, একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে পারভেজ মোশারফ এবং আমিশাপাড়া ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে ইমরান। গোপালপুর ইউনিয়নের আবুল হাশেমের ছেলে ফাহিম ইসলাম পলাতক আছে৷
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সোনাইমুড়ি এলাকার পদিপাড়া বাজারের সামনে থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছে ৪০৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা আরো জানায়, দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে তারা মাদক ব্যবসা করছে।
ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য তারা বাজারে এসেছিল বলেও স্বীকার করে। এদিকে র্যাবের অভিযানের সময় ফাহিম ইসলাম নামে অপর সহযোগী সুকৌশলে পালিয়ে যায়। র্যাব-১১ লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানালেন র্যাবের এই কর্মকর্তা।