নির্বাচন ঘিরে সহিংসতার চিত্র তুলে ধরল আ.লীগ

নির্বাচন ঘিরে আন্দোলনরত বিএনপি এবং এর মিত্রদের সহিংসতা ও নাশকতার চিত্র তুলে ধরেছে আওয়ামী লীগ। দলটির অভিযোগ, বিএনপি-জামায়াত এই নাশকতা ও মানুষকে হত্যা করছে। তাদের সঙ্গে তাদেরই অপরাধের সহযোগী একদল মানুষ এক্স, ফেসবুক ও টেলিভিশন টকশো এবং অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে। এর মাধ্যমে সব দোষ সরকারের ঘাড়ে চাপিয়ে তারা মানুষের মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা মিডিয়া উপকমিটির জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

এতে আরও বলা হয়, ভোট বর্জনের ডাক দিয়ে বিএনপি-জামায়াত গত দু’দিনেই ২০টির মতো ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছে। রাজবাড়ীর একটি স্কুলে পাহারায় থাকা গ্রাম পুলিশের এক সদস্যকেও তারা হত্যা করেছে। রামুতে রাখাইন মন্দিরে আগুন, ডেমরা ও কুমিল্লায় দুটি বাসে আগুন এবং ভোলায় বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও হামলা করেছে তারা। নির্বাচনের বিরোধিতা ও সন্ত্রাসের ইতিহাস বিএনপির ডিএনএতেই আছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৭২টি গণপরিবহন পোড়ানো হয়েছে। এ সময়কালে রেলে ২১টি নাশকতা ঘটিয়ে ১৭টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। ২০ বাসচালককে অগ্নিদগ্ধ করা হয়েছে। একজন পুলিশ কনস্টেবলকে হত্যাসহ ১০০ জন পুলিশকে আহত করা হয়েছে।

এ সময় আওয়ামী লীগের মিডিয়া উপকমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, প্রতিটি হামলার ক্ষেত্রে যখনই প্রযুক্তি ব্যবহার এবং যখনই কেউ ধরা পড়ছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, হয় সে স্বেচ্ছাসেবক দল, হয় ছাত্রদল, না হয় যুবদল, না হলে বিএনপির কোনো না কোনো পর্যায়ের নেতা বা কর্মী। তারা অনেকেই ধরা পড়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিচ্ছেন।

এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভাগভিত্তিক ডেস্ক চালু

নির্বাচনে প্রার্থীদের সার্বিক সহযোগিতা দিতে বিভাগভিত্তিক ডেস্ক চালু করেছে আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগের লিয়াজোঁ ও নির্বাচন-সংক্রান্ত মনিটরিং উপকমিটির সদস্য আবদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলের লিয়াজোঁ ও নির্বাচন-সংক্রান্ত মনিটরিং উপকমিটির আহ্বায়ক রশিদুল আলম ও সদস্য সচিব বি এম মোজাম্মেল হকের নেতৃত্বে নির্বাচন মনিটরিং কার্যক্রম চলছে।

বিভাগভিত্তিক ডেস্কের টেলিফোন নম্বর হলো– রংপুর ০২-২২৩৩৭০০২৭, রাজশাহী ০২-২২৩৩৭০০২৮, খুলনা ০২-৯৬১৩৩৫৫, বরিশাল ০২-২২৩৩৭০১২০, ঢাকা ০২-২২৩৩৬৪৬৬০, ময়মনসিংহ ০২-২২৩৩৬৫৬৩০, সিলেট ০২-২২৩৩৬৯০২২ ও চট্টগ্রাম বিভাগ ০২-২২৩৩৬৩৯৬৬ এবং সমন্বয় ০২-৯৬১৪১৯৯।

এতে আরও বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগের প্রার্থী ও দলীয় নেতাকর্মীকে নির্বাচন-সংক্রান্ত যে কোনো সমস্যা এসব নম্বরে জানাতে বলা হয়েছে।