সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেছেন, ‘সব শীর্ষ স্থানীয় নায়ক আমার সঙ্গে কাজ করবে না বলে জানিয়ে দিয়েছিল। কারণ, আমি তাদের সঙ্গে কোনো রকম সমঝোতার পথে হাঁটিনি। এসব প্রথম সারির নায়কের সেসব নায়িকা পছন্দ, যাদের তারা নিজেদের হাতের মুঠোর মধ্যে রাখতে পারবে। নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবে। আর তাদের সঙ্গে সমঝোতা করতে পারবে। কিন্তু আমি মোটেও এ রকম নই। আর আমার ব্যক্তিত্ব এ রকম নয়।’
মল্লিকা কিছুদিন আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে রীতিমতো কটাক্ষ করেছিলেন। মল্লিকা বলেছিলেন, দীপিকা যে ধরনের সাহসী বা অন্তরঙ্গ দৃশ্য এখন করছেন, তিনি তা ২০০৪ সালে ‘মার্ডার’ ছবিতে করেছিলেন। মল্লিকা বিরক্ত প্রকাশ করে বলেছিলেন যে এসবের জন্য আজ দীপিকার প্রশংসা করা হচ্ছে, অথচ তাঁর কপালে জুটেছিল শুধুই বঞ্চনা আর নোংরা নোংরা মন্তব্য।