নওগাঁয় সদরে দুইটি ওয়ান শুটারগান ও দুইটি গুলিসহ সন্ত্রাসী সোহেল রানা শামীমকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রোববার (১৯ মার্চ) রাতে শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৫ এর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর সোহেল রানা শামীম শহরের কুমাইগাড়ী দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেল রানা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে সাধারণ মানুষদের কাছ থেকে চাঁদাবাজ ও ভূমি দখল করতেন। তিনি এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রবাজ হিসেবে পরিচিত। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে সাধারণ জনসাধারণ মুখ না খুলতে পারেন না। এছাড়াও সে অবৈধ অস্ত্র ও পেশী শক্তির প্রভাব খাটিয়ে বাঙ্গাবাড়িয়া এলাকার বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপকে নিয়ন্ত্রণ করতেন।
এই কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের দিয়ে অসহায় মানুষের জমির কাগজপত্র জাল করে অস্ত্রের ভয় দেখিয়ে সেই জমি দখল করে নিয়েছেন। এ সব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও বিভিন্ন অপরাধ ও অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, শামীমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে একটি অপারেশন দল বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে এ সময় দুইটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোহেল রানার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান জানান, সোহেল রানার বিরুদ্ধে সদর থানায় সাধারণ মানুষকে মারপিট, হুমকি-ধুমকিসহ সন্ত্রাসীর কর্মকাণ্ডের অভিযোগে মামলা ও অভিযোগ রয়েছে। র্যাবের পক্ষে থেকে রানাকে থানায় হস্তান্তরসহ মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।