চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত থেকে প্রক্রিয়াজাতকৃত ১৫০ কেজি কচ্ছপের হাড়সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ৫৯ বিজিবি। গতকাল জেলার ভোলাহাট উপজেলার কুমিরজান গ্রামে অভিযান চালিয়ে এসব কচ্ছপের হাড় উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
শনিবার (০৩ জুলাই) বিকেলে বাহিনীটির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ১৫০ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে। এ সময় কুমিরজান গ্রামের মৃত এতাজ উদ্দীনের ছেলে বাড়ির মালিক মো. রফিকুল ইসলামকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে মালামাল বহনে সহযোগী চামুচা গ্রামের আজিম উদ্দীনের ছেলে মো. আল আমিন (২২) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মো. মনিরুল ইসলাম (২০) কে আটক করা হয়। তবে মূল অভিযুক্ত চামুচা গ্রামের বাবুল হোসেনের ছেলে ইদুল কে (২২) আটক করতে পারেনি বিজিবি।
৫৯ বিজিবি অধিনায়ক এ সময় গণমাধ্যমকে জানান,‘জেলায় প্রথমবারের মত সীমান্ত দিয়ে চোরাচালানের সময় বিপুল পরিমান কচ্ছপের হাড় জব্দ করা হয়েছে। এটি অভিনব চোরাচালানী একটি পণ্য। এর আগে জেলার কোন সীমান্তে এ ধরনের পণ্য চোরাচালানীর তথ্য আমরা পাইনি। ভারত থেকে আসা কচ্ছপের এই হাড়গুলো মূলত ওষুধ কারখানায় ব্যবহৃত হয়।
তিনি আরো বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানসহ ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।