টাইগার শ্রফ-তারা সুতরিয়ার মাঝে ভিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী!

২০১৪ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল টাইগার শ্রফ ও কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘হিরোপন্তি’। এই সিনেমার মাধ্যমেই টিনসেল টাউনে ‘ডেবিউ’ করেছিলেন টাইগার। সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবার তৈরি করতে চলেছেন সিক্যুয়েল, নাম ‘হিরোপন্তি ২’। যথারীতি নায়কের ভূমিকায় রয়েছেন টাইগার। এই ছবিতে প্রধান ভিলেনের ভূমিকায় থাকবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

আহমেদ খান পরিচালিত এই সিনেমাতে টাইগারের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে তারা সুতরিয়াকে। এবার এই দৃশ্যপটে যোগ দিতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

 

সিনেমার প্রথম দফার শুটিং লকডাউন ঘোষণার আগেই সেরে ফেলা হয়েছিল। বিদেশি লোকেশনেও বেশ কিছু সিকোয়েন্সের শুটিং সারা হয়েছে। করোনার প্রকোপ কমলে আবার শুরু হবে ‘হিরোপন্তি ২’ এর শুটিং পর্ব। সেই দ্বিতীয় দফার শুটিংয়েই ইউনিটের সঙ্গে যোগ দেবেন নওয়াজ।এ নিয়ে দ্বিতীয়বার পর্দা ভাগ করতে চলেছেন টাইগার এবং নওয়াজ। এর আগে ‘মুন্না মাইকেল’ সিনেমাতেও একসঙ্গে দেখা গেছিল এই দুই বলি-তারকাকে। এ ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান। গানের কথা লিখেছেন মেহবুব।Fenil and Bollywood: My first shot was really filmy, my hair flying as my  head turned-Tara Sutaria

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ৩ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘হিরোপন্তি ২’।