ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো যুবক

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে জেলার নাচোল উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. স্বাধীন (২৬)। তিনি উপজেলার গোলাবাড়ি মহল্লার মো. দুরুল হোদার ছেলে। স্বাধীন পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

এবিষয়ে কসবা ইউপির চেয়ারম্যান গোলাম জাকারিয়া বলেন, শনিবার বিকালে স্বাধীনের ছাগল রেল লাইনের পাশে  ঘাস খাচ্ছিলো। এমন সময় রহনপুর হতে রাজশাহী গামী কমিউটার ট্রেনটি গোলাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় আসলে স্বাধীন ছাগল তাড়াতে গিয়ে  ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। জিআরপিকে বিষয়টি জানানো হয়েছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, নিহতের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।