চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট ঘোষণা

ইউরোপের ফুটবলে এখন আলোচনার কেন্দ্র বিন্দু নতুন লিগ। ইউরোপের শীর্ষ ১২ ক্লাবের ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণায় মাথাচাড়া দিয়ে বসেছে উয়েফা। ইতোমধ্যে সভা করে চ্যাম্পিয়নস লিগ আসরটির নতুন ফরম্যাটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সাল থেকে গ্রুপ পর্বে ৩২ দলের পরিবর্তে খেলবে ৩৬ দল। চ্যাম্পিয়নস লিগে এতদিন চলে আসা চার দলের গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিপক্ষ তিন দলের সঙ্গে হোম-অ্যাওয়ে মিলিয়ে খেলত ৬টি ম্যাচ। তবে সেখানে এখন প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত ১০টি ম্যাচ খেলবে এবং সবগুলোই হবে ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। এর মধ্যে পাঁচটি ঘরের ও পাঁচটি প্রতিপক্ষের মাঠে।

এতে করে গ্রুপ পর্বেই আরও ১০০টি ম্যাচ যোগ হতে যাচ্ছে। ৩৬ দলের লড়াইয়ে প্রথম আটটি দল সরাসরি উঠবে শেষ ষোলোয়। আর ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর মধ্যে দুই লেগের প্লে-অফের মাধ্যমে নির্ধারণ করা হবে শেষ ষোলোর বাকি আট দল।

 

image_pdfimage_print