সোমবার (১২ ডিসেম্বর) রাত ১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৬৮ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়।
নিহত তারিক হোসেন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে।
জানা গেছে, সীমান্তে বাংলাদেশের ভেতরে কয়েকজন মাদক কারবারি ভারত থেকে ফেনসিডিল আনার জন্য দাঁড়িয়েছিলো। এ সময় তারা ওই স্থানে তারিক হোসেনকে দেখতে পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তারিককে উদ্ধার করে রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তারিক হোসেন বিজিবির সোর্স ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি। নিহতের মরদেহ ঢাকায় রয়েছে।