চন্দ্রগঞ্জের জনগণ আমাকে ফাটাকেষ্ট রূপে দেখবে : জাহাঙ্গীর

আনোয়ার হোসেন

লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীর আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকালে ইউপি কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন৷

উক্ত সভায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুন নূর, সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, কোষাধ্যক্ষ মো. আলা উদ্দিন, কার্যনির্বাহী সদস্য, সোহেল মাহমুদ মিলন, দপ্তর সম্পাক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. মনির হোসেন, সদস্য- ইমরান হোসেন ও দৈনিক নতুন চাঁদ পত্রিকার চন্দ্রগঞ্জ প্রতিনিধি তানভীর আহাম্মেদ রিমন৷

সভা সূচনায় চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম বাবুলের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়৷

মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, ‘আমি যতদিন দায়িত্বে থাকবে; ততদিন এ ইউনিয়নে কোন মাদক সেবী ও ব্যবসায়ী থাকতে পারে না৷’

তিনি আরও বলেন, ‘কোন দলের প্রতিনিধি হয়ে দায়িত্ব গ্রহণ করি নাই৷ জনগণের প্রতিনিধি হয়ে দায়িত্ব গ্রহণ করেছি৷ আমি জনগণের জন্যে সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করে যাবো৷ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সময় চন্দ্রগঞ্জ ইউনিয়নের করোনা যুদ্ধা নুরুল ইসলাম বাবুল আজ আমাদের মাঝে নেই৷ চন্দ্রগঞ্জে বাজার পরিষ্কার রাখা ও বাজারের যানজট নিরসনে কাজ করার কথা বলতে গিয়ে বলেন- চন্দ্রগঞ্জের জনগণ আমাকে ফাটাকেষ্ট রূপে দেখবে৷’

জাহাঙ্গীর আরও বলেন, ‘আমি সকল পেশার মানুষ সাথে কথা বলতে শুরু করেছি৷ আমি কোন রাজনীতি বুঝিনা কিন্তু সমাজের নাগরিকদের জন্যে কাজ কারে যাবো ইনশাল্লাহ্ ৷’