নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে (পিপিএম) বিদায় সংবর্ধনা ও নবাগত ওসিকে বরণ করেছে চন্দ্রগঞ্জ থানা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধায় চন্দ্রগঞ্জ থানা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসির যোগদান সভায় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ (পিপিএম), দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর আহম্মেদ, দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাখান লাল, চন্দ্রগঞ্জ থানায় কর্মরত এসআই ও এএসআইসহ কনস্টেবলবৃন্দ।
এসময় নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) জসীম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। ২০০৬ সালে পুলিশ বাহিনীতে আউটসাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন ওসি জসীম উদ্দীন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। চন্দ্রগঞ্জ থানার আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিদায়ী ওসি ও নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন চন্দ্রগঞ্জ থানা।