নারী ফুটবলের কথা এখন বাংলাদেশের ঘরে ঘরে। দেশের জার্সি গায়ে ফুটবলাররা ভালো খেলে সবার কাছে আলাদা একটা মর্যাদা তৈরি করেছেন। নারী ফুটবলারদের নিয়ে সম্ভাবনা দেখেন ফুটবল প্রিয়রা। সাফের গণ্ডি ছাড়িয়ে আরও দূরে যাওয়ার স্বপ্নও দেখেন। নারী ফুটবলের বড় বিজ্ঞাপন সাবিনা খাতুন। নারী ফুটবলের পোস্টারগার্ল সাবিনা। তিনিই প্রথম নারী ফুটবলারদের মধ্যে মালদ্বীপে ক্লাব ফুটবলে খেলতে গিয়েছিলেন।
সাবিনার পথ ধরে আরও একাধিক ফুটবলার বিদেশে খেলার তকমা গায়ে লাগিয়েছেন। সাবিনা শুধু এখানেই থেমে নেই, ঘরোয়া ফুটবল লিগে তার আকাশ ছোঁয়া রেকর্ড এখন সবার মুখে মুখে। ঘরোয়া লিগ খেলে সাবিনা ১০০ গোল পূর্ণ করেছেন। এই কৃতিত্ব আর কোনো ফুটবলারের নেই। সাতক্ষীরার মেয়ে সাবিনা দেশের ঘরোয়া ফুটবলে অনন্য রেকর্ড গড়েছেন। তার গোলের পাহাড়ে উঠা কঠিন হলেও সাবিনা তার অনুজদের প্রেরণা দেন এগিয়ে আসার।
গতকাল কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে প্রতিপক্ষ সদ্যপুস্করিনি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামার আগে সাবিনার গোল সংখ্যা ৯৮। এই ম্যাচে হ্যাটট্রিক করলে সাবিনার গোল সংখ্যা শত পূর্ণ হয়ে ১০১ হয়। সাবিনার ক্লাব বসুন্ধরা কিংস মাঠেই ১০০ কথাটা লিখে উপহার দিয়েছে।
সাবিনা বলছিলেন তিনি কখনো ভাবেননি ১০০ গোল করতে পারবেন। কোনো পরিকল্পনা করেও এটা করেননি। বলেছেন, ‘আমি যখন দেখলাম দিনের পর দিন গোল সংখ্যা বাড়ছে তখন মনে হলো এক দিন শত গোলের রেকর্ডও হতে পারে।’
পুরুষদের মধ্যে লিগে শততম গোলের প্রথম রেকর্ডটি করেছিলেন কাজী সালাহউদ্দিন। এটি জানা ছিল না সাবিনার। শুনে বললেন, ‘উনার সঙ্গে আমার এই মিলটা পাওয়া যাচ্ছে এটা আমার জন্য আনন্দ।’ সালাহউদ্দিনের পর শেখ মো. আসলাম এবং ইমতিয়াজ আহমেদ নকিব ঢাকার ফুটবল লিগে শততম গোলের রেকর্ড করেছেন।