খালেদা জিয়ার ‘জন্মদিন’ পালন করবে না বিএনপি

আজ রবিবার (১৫ আগস্ট) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম ‘জন্মবার্ষিকী’ পালন করবে না বিএনপি। কেক কাটার পরিবর্তে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বিএনপি।

খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে সরকারি সিদ্ধান্ত আজ

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা এবং করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণকারী দেশবাসী ও দলের নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় কাল সোমবার দেশব্যাপী বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করা হচ্ছে।দুপুরে টিকা নেবেন খালেদা জিয়া

গত ছয় বছর ধরে জন্মদিনের আনুষ্ঠানিকতা বাদ দিয়েছে বিএনপি। শুধু মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।