ক’দিন আগেই মুক্তি পেয়েছে জ্যাকুলিনের ‘ভুত পুলিশ’ সিনেমাটি। ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে তিনি, ইয়ামি গৌতম, অর্জুন কাপুর ও সাইফ আলী খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে ‘সার্কাস’ ও ‘বচ্চন পান্ডে’ সিনেমাগুলো। তবে সিনেমার খবরের বাইরে তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য দীর্ঘ সময় ধরেই চলছে।
তার হিন্দি উচ্চারণ, চেহারাসহ বিভিন্ন বিষয়ে বাজে মন্তব্য করছেন অনেকেই। এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও এবার মুখ খুললেন এই অভিনেত্রী।
সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। তবে বিষয়টি তিনি স্বাভাবিকভাবে নিয়ে নিজের উন্নতি করার কথা বলেছেন জ্যাকুলিন। এছাড়া আলোচনায় নিজের প্রথম প্রেম নিয়েও কথা বলেছেন তিনি।
এছাড়া ‘টাইটানিক’ সিনেমা দেখার পর লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমে পড়েন তিনি।