করোনার দুই ভারতীয় ধরনের নতুন নাম ডেল্টা এবং কাপ্পা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গ্রিক বর্ণমালা ব্যবহার করে করোনাভাইরাসের দুইটি ভারতীয় ধরনের নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বি.১.৬১৭.১ ধরনটির নাম দেওয়া হয়েছে কাপ্পা এবং বি.১.৬১৭.২ ধরনের নাম ডেল্টা। সোমবার (৩১ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ডব্লিউএইচও বিশেষজ্ঞ ও সংস্থাটির কোভিড-১৯ টেকনিক্যাল টিমের প্রধান ডা. মারিয়া ভ্যান কারখোভ বলেন, ‘ভ্যারিয়েন্টের বৈজ্ঞানিক নামে কোনো পরিবর্তন আসছে না। কারণ, সেক্ষেত্রে গবেষণায় জটিলতা সৃষ্টি হবে। পাশাপাশি আর একটি ব্যাপার যেটি উল্লেখ করা প্রয়োজন, ডব্লিউএইচও মনে করে, কোনো দেশে করোনাভাইরাসের নতুন কোনো ধরনের সন্ধান পাওয়া গেলে ওই দেশকে কখনোই এ জন্য নেতিবাচকভাবে দেখা বা বিবেচনা করা ঠিক নয়।’

 

তিনি আরও জানান, এবার থেকে করোনার যে নতুন ধরনগুলো শনাক্ত সেগুলোর নাম গ্রীক বর্ণমালা আলফা, বিটা, গ্যামা, কাপ্পা ইত্যাদির নামে নামকরণ হবে।