করোনা টিকা নিলেন কোহলি

করোনার প্রথম টিকা নিলেন বিরাট কোহলি। সোমবার (১০ মে) করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্ট করে দেশবাসীকে দ্রুত ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান তিনি। ভারত অধিনায়ক তার টুইটারে লিখেন, ‘‘যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিন, নিরাপদে থাকুন।’’

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ভারতীয় টেস্ট দলের প্রতি ক্রিকেটারের কোভিড ১৯ টিকাকরণ বাধ্যতামূলক করেছে বিসিসিআই ও ভারত সরকার। যদিও টিকার দ্বিতীয় ডোজ দেশে নিতে পারবেন না বিরাট কোহলিরা। সেই সময় তারা জো রুটদের দেশে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত থাকার কথা। তাই ভারতীয় ক্রিকেটারদের করোনা টিকার দ্বিতীয় ডোজ ইংল্যান্ডেই দেওয়া হবে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, কীভাবে ভারত থেকে পাঠানো যায় টিকা, তা নিয়ে ব্রিটেন প্রশাসনের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের কথা চলছে বলে জানা যায়।